দরজা খুললো জাপানের !
ভাগ্য খুললো বাংলাদেশের !!!
এমন সুযোগ আর হবে না !!!
বিনা খরচে ওয়ার্ক পার্মিট ভিসায় কর্মী নিচ্ছে জাপান !!!
রয়েছে শিক্ষার্থীদের জন্য-ও সুবর্ন সুযোগ
!!!
কেন যাবেন?
# সম্পূর্ণ বিনা খরচে বৈধ পথে জাপানে কাজের সুযোগ।
# কোন দালালের প্রয়োজন নেই।
# আপনার পরিবার/সম্পত্তির ক্ষতি করে টাকা দিয়ে জাপান যেতে হচ্ছে না।
# প্রতি ঘন্টায় জাপানে ১২০০-১৫০০ ইয়েন আয়ের সুয়োগ।
# সময়মতো বেতন পরিশোধ করে জাপান, কোন ঝুঁকি নেই।
# বাংলাদেশে সারাদিন খেটেও ৩০০ টাকা আয় নিয়মিত সম্ভব হয় না।
# রেমিট্যান্স আয় করে দেশের উন্নতিতে অবদান রাখার সুযোগ।
# পরিবারের অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করে নিরাপদ জীবন যাপন।
# সন্তান-সন্ততিদের সুন্দর ও অভাবমুক্ত উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ।
যোগ্যতা
# সৎ ও বৈধ কাজে পরিশ্রম করার মানসিকতা।
# যে কোন ট্রেড-এ প্রশিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন।
# বয়স: ১৮-৩৫ বছর।
# পাসপোর্ট + ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি।
# স্কিল ডেভেলপম্যান্ট পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।
আমরা দিচ্ছি
# জাপান সরকারের প্রতিনিধি হিসেবে ফুল সাপোর্ট।
# বিনা খরচে আপনাকে জাপানে কাজের নিশ্চয়তা।
# সময় মতো বেতনাদি পরিশোধ।
# বিভিন্ন ট্রেড এর স্কিল ডেভেলপম্যান্ট এর জন্য শর্ট টার্ম প্রশিক্ষন দিয়ে কাজের উপযুক্ত হিসেবে গড়ে তোলা।
# স্কিল এর উপর এক্সাম গ্রহন, যোগ্য হিসেবে সার্টিফাইড করে জাপানে প্রেরণ।
# বাংলাদেশ থেকে যোগ্য শ্রমিকদের জাপানে পাঠিয়ে আন্তর্জাতিক শ্রম বাজারে অবদান।
আপনাকে শুধু যে কোন একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে যোগ্য বিবেচিত হতে হবে।
প্রশিক্ষণ গ্রহণ/পরীক্ষায় অংশ জন্য থাকা + খাওয়া + ট্রেনিং এর খরচ উত্তরণ ফাউন্ডেশন বহন করবে না।
প্রশিক্ষণ শেষে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে জাপান প্রেরণের সমুদয় খরচ উত্তরণ ফাউন্ডেশন ও জাপান সরকার বহন করবে।
আমরা আছি আপনার পাশে, আপনার কাজের মানসিকতা থাকলে চলে আসুন আজই।
যোগাযোগ: বাড়ি: ৪৫ রোড:২০ , নিউ মহাখালী ডিওএইচএস, ঢাকা-১২০০।
জরূরী প্রয়োজনে: 01742-352858, 01818000095
উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরি একজন তরুণ উদ্যোক্তা। তিনি স্কুল ছাত্র থাককালীন সময় থেকেই উদ্যোক্তা হিসেবে নিজেকে বিভিন্ন কর্মকান্ডে জড়িত রেথেছেন।
তিনি বৈশাখী উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারী রেজিষ্টার্ড সংগঠন পরিচালনা করেন। তিনি সমাজের হত দরিদ্রদের মাঝে অনেক আগে থেকেই সেলাই মেশিন সহ বিভিন্ন কর্ম উপকরণ বিতরণ করে আসছেন তিনি সমাজের সবাইকে স্বাবলম্বি দেখতে চান।
ছোট খাট গড়নের এই মানুষটি একের পর এক ব্যবসায়ীক পরিমন্ডলে ছুটে বেড়াচ্ছেন। তিনি গড়েছেন অসংখ্য ব্যবসার প্ল্যাট ফর্ম। তিনি বেকারদের অভিশম্পাত করেন, উদ্যোগী আর উদ্যমী হতে বলেন।
তার পরিকল্পনা যারা টাকার অভাবে বিদেশে যেতে পারেন না তাদেরকেই তিনি সাপোর্ট দিবেন। যাতে কেউ আর দালাল বা মধ্যস্বত্তভোগীদের ক্ষপ্পরে পরে সর্বশান্ত না হোন।
আমাদের দেশ থেকে প্রতিবছর লাখ লাখ লোক নিজেদের সহায় সম্ভল শেষ করে দিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করতে গিয়ে তাদের বসতভিটা শুধু হারান না, অনেক দেনায় ডুবে যান। কেউ কেউ নিজের দেশেই পালিয়ে বেড়ান।
এই সমস্যার সমাধানে উত্তরণ ফাউন্ডেশন এগিয়ে এসেছে। দক্ষ কর্মীদের পাঠাবেন তারা জাপান সহ বিশ্বের অন্যান্য দেশে। রেমিট্যান্স আয় করে হাসি ফুটাবে পরিবার ও দেশের মুখে।
এমতাবস্থায় জাপান বাংলাদেশের চুক্তিবদ্ধ হওয়ায় তার কাজ আর-ও সহজ হয়ে গেছে। ইতিমধ্যে জাপান সরকার ঘোষনা করেছে তারা আগামী পাঁচ বছরে সাড়ে তিন লক্ষ দক্ষ কর্মী তারা নিবেন।
বাংলাদেশ সরকারের সাথে জাপানের টোকিওতে একটি কনভেনশন হলে এই ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে করে জাপান সরকার নবম দেশ হিসেবে শ্রম বাজারে বাংলাদেশকে সুযোগ দিলো। এর আগে আটটি দেশ থেকে শ্রমিক নিতো জাপান। মোট ১৪ টি নির্দিষ্ট কাজের জন্য লোক নিবে তারা।