বিছিন্ন ভালোবাসা
মোঃ ফিরোজ খান
একজন প্রেমিক প্রেম বিণা হয় বিছিন্ন
নদীর পরিপূর্ণ আসে জোয়ার ভাটায়
গাছের শক্তি থাকে তার শিকরের মাঝে
ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় বিছিন্নতায়।
জীবনের টানে কতোকিছু দেখতে হয় দুচোখে
আপন থাকেনা চিরকাল আপন হয়ে জড়িয়ে
হারিয়ে যায় অনেক মধুর স্মৃতি বিণা কারণেই
আমিও জীবন পেয়েছি নতুন ভাবে নতুন সাজে।
চিন্তায় থেকে দিন-রাত অতিবাহিত হয় কষ্টে
তবুও জানতে পারিনি আজও জীবনের মানে?
আমিও কি বিছিন্ন হয়ে গেলাম প্রিয় জন থেকে?
বন্ধুদের নিকট থেকে আর অতীতের সময় থেকে!
ভালোবাসার মধুর সম্পর্ক কখনও কখনও নষ্ট হয়
হয়তো কোনো ভুলের জন্য নয়তো সন্দেহের জন্য
আমার ভুলের কারণ হয়তো আমি নিজেই?
তবুও বাঁচতে চাইবো ছেলে মেয়ের জীবনের জন্য।
আমার সুখে নয় শুধুমাত্র একজন পিতা হিসেবে!
জীবনের কষ্টের জন্য আমিই একমাত্র দায়ী
তবুও এই দায় থেকে মুগ্ধ আমাকেই করতে হবে
শুধুমাত্র আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চেঁয়ে।
আমি যেনো প্রেমিকের মতো বিছিন্ন না হয়ে যাই
অনায়াসে অকারণে বিছিন্ন হয়ে হতাশায় না পরি
বিপদ থেকে নিজেকে রক্ষা করব আল্লাহকে ডেকে
একমাত্র সৃষ্টি কর্তাই সাহায্য করবেন আমাকে।
তুমি ও তোমার মাঝে….
মো:ফিরোজ খান
তুমি শুধু তুমি নও;
কথা ও যেন মধুময়
তোমার কথায় বিশ্বাস রেখে
তোমার কথায় কথা রেখে
মরবো আমি তোমার তরে।
বুকের মাঝে বইছে নদী
তুমি হলে নদীর স্রোত,
তোমার কথায় বলবো কথা
পাখির গানে শুনবো সেথা
তোমার জন্য নতুন কথা
বর্ণমালায় শেখা থাকে।
তুমি আমার,লেখার পাতা
আমার কলমে তোমার কথা
তোমার সুখে তোমার দুখে
থাকবো আমি মিলেমিশে
আমার পরান তোমার তরে
বলবে কথা বাংলা ভাষায়।
এইতো আমার জীবন নামা
এমনি করেই দেখবো তোমায়
যেদিন তোমার বুকে এলাম
সেদিনই আমি দেশকে পেলাম
তাইতো আমি দেশের মাঝে
তোমার মুখের ছবি দেখি।
তোমাকে আমি ভালোবাসি
ভালোবেসে যাবো আমি
তুমি আমার সুখের পবণ
তুমি ছিলে সুখের লঘন
তাইতো আমি পারিনি ভুলতে
তোমার আদর সোহাগ যতণ।
জখম
মোঃ ফিরোজ খান
মনের ভেতর লুকিয়ে আছে নিদারুণ কষ্ট!
কষ্টে কষ্টে জীবন যেনো যাচ্ছে হয়ে নষ্ট,
কি কারণে হচ্ছে এমন নাহি পারি বুঝতে
এমন করে জীবন যেনো যাচ্ছে বুঝি থেমে।
অসুখ হলে ঔষধ খেয়ে সারতে হয় রোগ
মনের অসুখের নেইতো ঔষধ কি করি এখন?
দুখের সময় কেটে গিয়ে সুখ ফিরে আসে
মনের জখম যায়না সেরে ভুগছি সারাক্ষণ।
কষ্ট পেলে জখম বারে প্রতিটি ক্ষণে ক্ষণে
তবুও জীবন যাচ্ছে চলে জখম রেখে মনে
এভাবেই থাকবো বেঁচে আল্লাহর সাহায্যে
ধুকে ধুকে মৃত্যু হবে জগম রেখে মনে।
কবি পরিচিতি: মোঃ ফিরোজ খান, লেখক সাংবাদিক, দৈনিক দেশ কন্ঠ, অনলাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, থানা: বাবুগঞ্জ, জেলা: বরিশাল। লেখককের প্রথম বই প্রকাশ হয় ২০১৫ সালে। কবিতা ও গল্পের বই
অসম্ভব! তবুও সম্ভাবনার সূচনা। কবি তার সুদক্ষ লেখনী শক্তি দ্বারা ক্রমশই পাঠক মনে পুলকিত সঞ্চার করে চলেছেন। তার লেখায় মন্ত্রমুগ্ধ হাজার জন।
দৈনিক ৭১ সাহিত্য পাতা প্রসঙ্গে: দৈনিক ৭১ সারা দেশের ছড়িয়ে ছিঠিয়ে থাকা কবি – লেখকদের পত্রিকায় পাতায় তাদের রেখা ছাপানোর ব্যবস্থা করে দিচ্ছে। দৈনিক ৭১ সবসময় ভালোর সাথে, শুভ র সাথে। অশুভর বিনাশে আমরা শক্ত অবস্থানে। কবিদের লেখা ছড়িয়ে দিয়ে তাদের কবি স্বত্ত্বার পূর্নবিকাশে আমরা সবসময় সোচ্চার।
দৈনিক ৭১ যে কোন সংবাদ প্রচার করে না। যে কোন লেখা প্রকাশ করে না। বাছাই করা লেখা বা সংবাদ প্রচার করাই দৈনিক ৭১ এর টার্গেট। দৈনিক ৭১ সারাদেশে ব্যুরো ও সংবাদকর্মী নিয়োগের মাধ্যমে সকলের আর-ও কাছে যেতে বদ্ধ পরিকর।