রুপকথার পাখি
শামীম আল মামুন (তুহিন)
————————————–
পূর্ন চাঁদ আজ করে যায় আলোকিত
মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্ররাজি
শত আলোকবর্ষ দূরে থেকেও
লগিহীন তরীর আমি বোকা মাঝি।
আজ মনে হয় চাঁদ আর তুমি
দুজনে প্রায় সমানে সমান
যদিও চাঁদটাকে তোমার সাথে
লাগে সবসময় এতোটুকু বেমানান।
মেঘ যেমন হাওয়ায় ভেসে
চাঁদটারে ঢেকে রাখে আড়ালে
আমাদের পৃথক করে রাখে যেন
কষ্ট নামক কঠিন দেয়ালে।
কষ্টকে পাথেয় মেনে
আমি হা হা হা করে হাসি
ভুবনজয়ী প্রেমময়ী তুমি
আমি তোমায় ভালোবাসি।
আমি একা ভাবছি বসে
তুমি বসে আছো সুদূরে
চাঁদ রূপেই আলো দিও আমায়
থাকো তুমি যার-ই ঘরে।
22.03.2019
রূপকথার পাখি-২
শামীম আল মামুন (তুহিন)
———————————————-
চোখ দুটো যে তোমার মায়ার বাঁধন
আমি পরেছি সেই কবেই আটকা
দূর হতেই সারাজীবন বেসে যাবো ভালো
আমার অনুভূতি তোমাতে চির টাটকা।
চলার পথের শ্রেষ্ঠ উপহার তুমি আমার
স্রষ্টা দানিয়াছে কোন এক সুক্ষণে
গোলক ধাঁধায় রোজ ছুটছি সবে
তাই সেসব পুরোনো স্মৃতি আর নেই মনে।
দেখি রোজ তোমায় আমি কল্পনাতে
রাতের আকাশে আসো চাঁদ হয়ে
ভোরের কুয়াশা ভেজা ঘাসে হও শিশির
স্নিগ্ধ সৌরভ পুষ্প রুপে যাও বয়ে।
তুমি স্রষ্টার অমর কীর্তিময় সৃষ্টি
তুমি বাউলের সুসময়ের প্রেমময় গান
তুমি রাখালের মাঠের বাঁশির সুর
তোমাতে জুড়ায় কোন এক পাগল প্রান।
তুমি নিষ্পাপ, স্নিগ্ধ, সরলতার প্রতিমা
তোমার হাসিতে জাগে মধূ চন্দ্রিমা
দুষ্প্রাপ্য তোমার অধীর মনোবল
তুমি কি হবে আমার আঁধার ঘরের পূর্নিমা?
03.04.19
রুপকথার পাখি-৩
শামীম আল মামুন (তুহিন)
——————————
থাকি যতোই দূরে আমি
বাসি যে তারে ভালো
অমাবশ্যার ঘোর আঁধারে
সে আমার কুঁড়ে ঘরের আলো।
তারে ভাবছি বসে একমনে
জেগে ঘুমে দিনে রাতে
তার যদি দেখা মেলে
আনন্দে মোর মন মাতে।
কতো কথার ফুলঝুড়ি দিয়ে
মালা গাঁথি তার পরে
তাকে ছাড়া আঁধার প্রদীপ
জ্বলে আমার ঘরে।
প্রদীপ শিখা অভিমানে
দেয় ঘোর কালো আলো
জগতের সকল সুবাতাস যেন
তোমায় ভাসে গো ভালো।
চাঁদের পানে তাকিয়ে আমি
কোন তৃপ্তি পাই না
চাঁদের চেয়েও সে যে সুন্দর
তাকে হারাতে যে চাই না।
04.04.19
রূপকথার পাখি-৪
শামীম আল মামুন (তুহিন)
—————————————-
রোজ রাতে আমার কবিতার খাতায়
একটি নতুন কবিতা জমা হবে
আমি যতোদিন রবো, ঠিক ততোদিন
আমার হৃদয়পটে তুমি-ও রবে।
আমার প্রতিটি কবিতায় রবে তুমি
কোন একটি শব্দে-ও হতে পারে
তুমি রুপকথার কবিতা রুপে অমর হয়ে
বসে রবে আজীবন, আমার হৃদয় ধারে।
আমি কবিতার সুর লহরে মুছে দেবো
তোমার পুরোনো স্মৃতিগুলো
যেসব বোধ, করে দেয় রোজ
তোমার নিষ্পাপ ভাবনা এলোমেলো।
অগোছালো ভাবনা ধরেই
করবো আমি তোমার সনে বাস
পুষ্পরেণুতে জীবন জড়াবো
আগলে রাখবো বারো মাস।
সরলতার তুমি এক মূর্তিমান ছবি
তুমি যে প্রেমের একচ্ছত্র দেবী
আমার বর্তমান, ভবিষ্যত
আমি তোমাতেই সঁপি সবই।
05.04.19
রূপকথার পাখি-৫
শামীম আল মামুন (তুহিন)
———————————-
মেয়ে
তোর মনের কোনে মেঘ
অসময়ে বৃষ্টিস্নাত আবেগ।
মেয়ে
তোর এলো খোপায় ফুল
অসময়ে করিস নারে ভুল।
মেয়ে
তোর ভুবনজয়ী অট্ট হাসি
তোকে বড় বেশি ভালোবাসি।
মেয়ে
তুই আমার আঁধার ঘরের আলো
সবসময় থাকিসরে তুই ভালো।
মেয়ে
তোর নাকে বসানো সোনালী এক ফুল
তোর চোখের তারায় হৃদয়টা ব্যকুল।
মেয়ে
তোর গাঁয়ে লাগানো মিষ্টি ঘ্রান
তোর স্পর্শে জুড়ায় মন প্রান।
মেয়ে
তোর মায়ায় ভরা নিঁখাদ এক হৃদয়
আমার মনে তোকে হারানোর ভয়।
মেয়ে
তোরে না দেখলে প্রানে সহেনা যাতনা
ভালোবাসি বড় বেশি দিস না বেদনা।
06.04.19
কবি প্রতিদিন রূপকথার পাখি শিরোনামে একটি করে কবিতা লিখেন। যার ৫ টি করে কবিতা আমরা ধারাবাহিকভাবে নিয়মিত প্রকাশ করবো। কবিতাগুলো পড়বেন, মন্তব্য জানাবেন, শেয়ার করবেন।