রূপকথার পাখি-২৬
শামীম আল মামুন (তুহিন)
——————————————–
তোমাকে ভেবে আমার ঘুম আসে না
কামুক নয়নে আছে শুধু দুর্ভাবনা
তোমাকে না পেলে আমি ওগো প্রান প্রিয়া
জেনে রেখো একা বাঁচতে পারবো না।
আমার রুপকথার পাখি থাকে বসে দূরে
আমার ঘরে কভু সে আসে না
জানে সর্ব লোকে ভালোবাসে সবারে সে
শুধু আমারে কভু ভালোবাসে না।
তার পথ চেয়ে একলা একা বসে থাকি
পাগল বনে গেছি আমি, সে জানে না
কতো ভালো বাসি অবহেলিত আমি
তবু-ও সে আজোবধি পোষ মানে না।
ধরতে দেয় না কভু সে, শুধু উড়ে যায়
তারে বিহীন আমার মন ভরা শুধু যন্ত্রণা
কোন সুরেতে ডাকলে তারে বুঝবে হায়
জানি না আজো আমি এমন কোন মন্ত্রণা।
সৃষ্টিতেই আদমকে ধৈর্য্যহীন গড়েছে স্রষ্টা
আমি আদম আজ হয়েছি তার কাছে ফেলনা
দিব্যি বসে আমায় লয়ে খেলছে আজ সে
আমি হলাম ছাইকারিতে অভাগা খেলনা।
27.04.2019
রূপকথার পাখি-২৭
শামীম আল মামুন (তুহিন)
———————————
তুমিও জানো ধৈর্য্যটা আমার খুব বেশি
আজকাল আর অল্পতে রেগে যাই না
রাগবো কার উপর তুমিই বলো
আমার আপন কাউকে কাছে পাই না।
তুমি-ই তো পাখি, উড়ো আকাশে
বসো যেথা সেথা আর উঁচু দালানে
যদিও স্থায়ী বাস কোন এক গাছে
তুমি ফুল হয়ে ফুটো মোর হৃদ বাগানে।
তোমাকে দেখি আর ভয়ে ডুবে মরি
যুদ্ধ বাঁধার উপক্রম তোমাকে নিয়ে
তোমার প্রেমে শত পুরুষ পাগল প্রায়
আমি তাদের বুঝাই কি কথা দিয়ে?
কষ্টের করাঘাতে আমার হৃদয়টা
ক্ষতোবিক্ষত হয়ে আজ নি:শেষিত প্রায়
মরে বেঁচে সেরে উঠবার স্বপ্ন দেখি
যদি পাই তোমার একটু ভালোবাসায়।
28.04.2019
রূপকথার পাখি-২৮
শামীম আল মামুন (তুহিন)
—————————————
আমার ভালোবাসার ময়না পাখি
রোজ স্বপ্নে সে আসে
সে আড়চোখে দেখে যায় মোরে
দুষ্টু মিষ্টি মৃদু সে হাসে।
রোজ মুখোমুখি অযাচিত কথা বলি
আমি একলা তার সাথে
তারে নিয়ে ভেবে অজানাতে চলি
রাত থেকে প্রত্যেহ প্রাতে।
কতো কথার মালা গাঁথি
আমি তার মায়ায় জুড়ে
সে সব বুঝে অবুঝের মতো
তবু-ও কেন রাখে সে দূরে?
স্বপ্নে দেখি, স্বপ্নে আঁকি
স্বপ্নে খুঁজি, স্বপ্নে বুঝি
ভালোবাসি তারে শুধু
বেসে যাবো চক্ষু বুজি।
29.04.2019
রূপকথার পাখি-২৯
শামীম আল মামুন (তুহিন)
——————————–
আজ-ও দেখিনি নয়ন মেলে
চোখ খুলে ভোর হলে
তুমি আছো আমারই পাশে
তবুও ভালোবাসি যাই বলে।
আজ-ও দেখিনি ডাকবাক্স খোলে
পিওন রেখে গেছে তোমার চিঠি
তবু-ও তোমার তরে নিজেকে সঁপি
ভালোবাসা ময় রইলো প্রেম প্রীতি।
আজ-ও দেখিনি ভোর হলে
ভেজা চুলে পাশে আছো বসে
তবুও তোমার প্রত্যাশায়
প্রতিটি মুহুর্ত জীবন থেকে খসে।
আজ-ও দেখিনি তুমি
লিখেছো আমায় ভালোবাসো
তবুও তোমার পথপানে চেয়ে আছি
তুমি সময় হলে আমার পানে আসো।
আজ-ও দেখিনি আমি
তুমি ভাবছো আমায় আনমনে
সব হারানো একলা আমি
চাই আমার করে এক জীবনে।
30.04.2019
রূপকথার পাখি-৩০
শামীম আল মামুন (তুহিন)
———————————-
দূর থেকে যতোই দেখি তোমায়
দেখি তোমার ঐ মায়াবী নয়ন
অপূর্নতার চাঁদরে ঢাকে এ হৃদয়
ভরে না যে আমার ছোট্ট এই মন।
একপাশে তুমি আছো ওগো প্রিয়
অন্যদিকে চাঁদের ঐ ঝর্ণা ধারা
চাঁদের আলো তোমাতে মলিন
আমি তোমার আলোয় দিশেহারা।
চাই না আমি প্রিয়া, মরণের পর
জান্নাতের সত্তর হুরপরীদের
বিধাতা যেন শতো যাতনা দেয়
তবু-ও রাখে সাথে আমাদের।
তোমার চোখে আমার জাগে নেশা
ভুলে যাই পৃথিবীর সব ব্যথা
তুমি প্রিয়া ধরে রেখো ছেড়ো না হাত
শুধু একবার দাও সে কথা।
01.05.2019
এটি শামীম আল মামুন (তুহিন) এর ধারাবাহিক কবিতা প্রকাশের ৬ষ্ঠ পর্ব। তার লেখা রূপকথার পাখি শিরোনামের কবিতা গুলো ৫ টি করে কবিতা ধারাবাহিক ভাবে প্রকাশ করবে দৈনিক৭১.কম। পরামর্শ দিন। সাথে থাকুন।