রূপকথার পাখি-১১
শামীম আল মামুন (তুহিন)
———————————————–
আমি তোমার স্বাধীনতা হরণ করতে চাই না
আমি তোমাকে চাই, তুমি শুধু আমার হও
আমি তোমার উপর অযথা রাগতে চাই না
আমি চাই তুমি দেবী হয়ে আমার পাশে রও।
চাই না শরীরবৃত্তিয় চাহিদার পরিপূরক হতে
আমার মরণে তুমি কাঁদো, এটুকু চাই
আমাকে তিন বেলা রেঁধে দিবে তা চাই না
কিন্তু খাবার টেবিলে যেন তোমাকে পাই।
তোমাকে আমি অভিযুক্ত করতে চাই না
তোমার থেকে আমি খুনসুটি রোজ চাই
তোমার পূর্ন স্বাধীনতায় নীল শাড়ি পরবে
চোখে কাজল, হাতে চুড়ি, এই দাবি টাই।
আমার জন্য রাত জেগে থাকো তা চাই না
স্বপ্ন ভেঙ্গে তোমাকে যেন সব বলতে পারি
আমার দুর্বার পথে তোমাকে চাই না
তোমার পথে, সাথে চলতে, হাত দিও না ছাড়ি।
আমি চিৎকার করে পৌরষত্ব জাহির চাই না
তুমি যেন একটু আবদার, অভিমান করো
আমার বিপদের আঁচ তোমাতে না পরুক
তুমি শুধু হাতটি আমার শক্ত করে ধরো।
আমার প্রয়োজন মেটাতে তোমাকে চাই না
তোমার প্রয়োজনেই আমায় পাশে রেখো
তোমাকে সুখি করতে আমি সব করবো
মনে রেখো, তুমি একদিন সব ঠিক দেখো।
12.04.2019
রূপকথার পাখি-১২
শামীম আল মামুন (তুহিন)
————————————————–
দেনা পাওনার হিসেবটা বড্ড বেশি গোলমেলে
নি:স্বার্থ ভালোবাসায় যে একবুক প্রত্যাশা থাকে
তোমাকে না ভালোবাসলে অজানাই রয়ে যেতো
তোমায় রোজ চোখে হারাই এখন পথের বাঁকে।
সহসা যাতনা সহজে প্রকাশিত করিনিতো আমি
সে টুকুন তোমার কখনো ছিল নাতো অজানা
হৃদয়ের পুরোনো ক্ষত, আজ কাঁদায় অবিরত
ঘুম নেই, তেষ্টায় বুক ফাঁটে, তুমি জানো না।
ভালোবাসায় শুধু নয় গো শুধুই ভালোবাসার
কাছে পাওয়ার-ও যে এক বুক আকুতি জাগে
তোমার দেখা না পেয়ে বুঝিনি আমি প্রিয়া
আমার তারুণ্যদ্বীপ্ত নব যৌবনের প্রথম ভাগে।
ভালোবাসার মানুষটিকে ভালোবেসে কাছে রাখা
ভালোবাসা ভালো রাখার এটাই যে ভালো ধারা
ভালোবাসা বিমুখ যে জন সে তো ভালো বুঝে না
ভালোবাসা বিহনে ভালোবেসে কেন পাগল পাড়া।
ভালোবাসা ভালোবাসি ভালোবেসে ভালো রাখি
ভালোবাসাকে ভালোবেসে ভালোদিনের স্বপ্ন আঁকি
আজ ভালোবাসায় একবুক প্রত্যাশা ভালোথাকার
ভালোথেকো ভালোরেখো,ভালোবেসে দিওনা ফাঁকি।
13.04.2019
রূপকথার পাখি-১৩
শামীম আল মামুন (তুহিন)
——————————————-
আজ পয়লা বৈশাখ
সেজেছে পুরো বাংলা, সেজেছো কি তুমি?
সোনালী সুখের আবাস
অন্য দিনের থেকে, তফাৎ দেখিনি আমি।
তুমি আমার অধরা
অপরূপা প্রান প্রিয়া, অপরূপা প্রান পাখি
তুমি মর্ত্য সাধনা
তুমি রূপকথার পাখি, ভেবে জুড়ায় আঁখি।
আমি একটু ব্যতিক্রম
যদিও নই বকধার্মিক, নেই কপটতা মনে
খুঁজেছি তোমায় আমি
শতো মানুষের ভীড়ে, হারিয়ে যাবার ক্ষণে।
তুমি ভাবছো বসে
আজ ভাসবে আনন্দে, কতো মজা করবে
আমি ভাবি নিত্যদিন
আসবে কোন একদিন, আমায় জড়িয়ে ধরবে।
আমার প্রতিটি দিন
আজকের মতোই একটি, আলাদা ভাবিনি কভু
তাকে ভালো রেখো
অনাগতো প্রতিটি দিন, আমার প্রার্থনা প্রভূ।
14.04.2019
রূপকথার পাখি-১৪
শামীম আল মামুন (তুহিন)
——————————————–
হারিয়ে গেলো তোমাকে নিয়ে লেখা
আমার আজকের কবিতা খানি
তুমি-ও একদিন এমনি করে হারিয়ে যাবে
শূন্য করে, সেওতো আমি জানি।
ভোর বিহানে ভাবছি বসে
জানি না কি করছো, কেমন আছো তুমি
তোমায় ছাড়া শূন্য ভিটে
শূন্য উঠোন, শূন্য বাড়ি, শূন্য পূন্য ভূমি।
স্মৃতির পাতায় এমনি করে পরবে ধুলো
ভুলবে সবই এসব নতুন তো আর নয়
তোমায় ছাড়া ভাবনা আমার ঘুমরে মরে
সত্য বলি ভোর বিহানে মনে জাগে ভয়।
তুমি আমার আশার আলো
আমার মনের পরশ জাগানো পাখি
আমি ঘুমে কিংবা জাগরণে
তোমায় ঘীরে বেঁচে থাকার শুধু স্বপ্ন আঁকি।
15.04.2019
রূপকথার পাখি-১৫
শামীম আল মামুন (তুহিন)
————————————
তোমার কক্ষপথে আমি হাঁটলেও
তোমার হয়তো আমাকে অচেনা
দুষ্টগ্রহের প্রলোভনে ভুলপথে ছুটে
সত্য-সুন্দর-সঠিক কেউ বুঝেনা।
হয়তো তোমার আমার মহাকাব্যে
অপেক্ষায় আছে একহ্রাস ট্র্যাজেডি
সেটুকু ভেবে আজ হবো না হতাশ
নিত্যদিন করে যাই আমি কমেডি।
আমি ঘোর আঁধারের কালো মেঘ
তুমি নিষ্কলঙ্ক ঐ পূর্নিমার-ও চাঁদ
দু:খ, দুর্দশা, পাপ যতো সব খারাপ
আমিতে আসুক, তুমিতে কেটে যাক।
দুর্গম পথ তোমার জন্য হোক মসৃণ
দুর্বার পথে হোক শুধু আমার ঋণ
তুমি পৃথিবীর পরে স্বর্গ স্বাদ পাবে
ঈদের ন্যায় হোক অনাগতো দিন।
থেকো চাঁদ হয়ে দিও তুমি আলো
সবারে তুমি নি:স্বার্থে ভাসিও ভালো
তোমারই গুণের ঝলকে এক পলকে
দূর করো সব অনাচার, সব কালো।
16.04.2019